বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১৯:০০

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধন
স্টাফ রিপোর্টার

‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’-এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পচ্ছিন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং ইউনিসেফ-এর সহযোগিতায়

আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

২৯ অক্টোবর ২০২৩ তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

আরও উপস্থিত ছিলেন অপর্ণা বৈদ্য, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, চাঁদপুর, ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন, সিভিল সার্জন, চাঁদপুর, নাছির উদ্দিন আহমেদ, সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, আবু নঈম পাটওয়ারী দুলাল, সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন।

সভায় বক্তারা প্রায় অভিন্ন সুরে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে নিজেকে সুরক্ষা দিতে হবে। মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে বাড়ির আশপাশে এবং জলাধার-ঝোপ-জঙ্গলসহ এর প্রজনন স্থান ও আবাসস্থল নির্মূল এবং পরিস্কার-পরিচ্ছন্ন করা গেলে আগামী বছরগুলোতে ডেঙ্গুর হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। তাই সাধারণ মানুষকে সচেতনতা কার্যক্রমের আওতায় আনতে আরো প্রচার-প্রচারণার উপর জোর দেন তারা। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়