প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২৩:৪০
ব্যবসায়ী মিজান খান আর বেঁচে নেই

চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী পুরান বাজার তারা বিড়ি ফ্যাক্টরি মালিক মরহুম আব্দুল মজিদ খানের জ্যেষ্ঠ পুত্র মোঃ মিজানুর রহমান খান আর বেঁচে নেই। তিনি বুধবার রাত ১০টার সময় রাজধানীর কাকরাইল ইসলামিয়া ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
|আরো খবর
তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৪ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, ভাই বোনসহ অগণিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এ তথ্য নিশ্চিত করেন মরহুম মিজান খানের চাচাতো ভাই রতন খান।
তিনি জানান,ঢাকা থেকে মরহুমের মরদেহ চাঁদপুরে আনার পর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের রামদাসদী দাইম খা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে নেয়া হবে। বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের জানাজার নামাজ সেখানে অনুষ্ঠিত হবার পর কবরস্থানে তাকে দাফন করা হবে।
মিজানুর রহমান খান পুরান বাজারের একজন বিশিষ্ট শিল্পপতি এবং শিল্প উদ্যোক্তা।
মিজান খান চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ বিল্লাল হোসেন খান ও চাঁদপুর রোটারি ক্লাবের সাবেক সভাপতি নাসির খানের বড় ভাই এবং চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী ও সাবেক পুলিশ কর্মকর্তা রাশেদ চৌধুরীর বড় ভগ্নিপতি।
মিজান খানের মৃত্যুর খবরে চাঁদপুর শহরের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।সকলে মরহুমের মাগফেরাত কামনা করেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন,আমিন।