প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৩
মৈশাদী ইউনিয়নে গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক
ধানের শীষে ভোট দিলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁদপুর সদর-হাইমচর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের হামানকর্দ্দি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট ও দোয়া চান তিনি। গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড দেয়া হবে মহিলাদেরকে। ফেব্রুয়ারি মাসে আপনারা ধানের শীষে ভোট দেবেন। স্বাস্থ্য সেবাসহ পড়ালেখার ব্যাপারে সহযোগিতা করা হবে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন। আপনাদেরকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেয়া হবে। তিনি আরো বলেন, আমি খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থী। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্যে ধানের শীষের বিকল্প নেই। আপনাদের সমস্যাগুলো চেষ্টা করবো দূর করতে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্যে দোয়া করবেন।
|আরো খবর








