মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ মে ২০২৩, ২০:২৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

চাঁদপুরের ফরিদগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরু মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে। এ ব্যপারে ওই শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার(৩০মে) দুপুরে ঐ শিক্ষার্থী স্কুল থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ী যাওয়ার সময় নুরু মিয়া রাস্তার পাশে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ব্যপারে ওই শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ করলে থানা পুুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত নুরু মিয়াকে আটক করে। পরে তাকে বুধবার (৩১মে) আদালতে প্রেরণ করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে অভিযুক্ত নুরু মিয়া (৫৫)কে আটক করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়