মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ মে ২০২৩, ২১:৫৮

মতলব উত্তরে স্মার্ট ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে স্মার্ট ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ছেংগারচর বাজারে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

শনিবার সন্ধ্যায় ছেংগারচর বাজারের জনতা ব্যাংকের সামনের সড়কে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, ভূমি অফিস নিয়ে যেই অসাধু চক্র দুর্নাম ছড়ায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশন হবে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন।

তিনি বলেন, যদি একান্ত প্রয়োজনে কাউকে বাইরে যেতেই হয়, তাহলে তিনি অফিসে তার বাইরে যাওয়ার কারণ লিখে যাবেন। তাতে আপনাদের সাথে জনগণের ভুল বোঝাবুঝি হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়