মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ মে ২০২৩, ২৩:০২

ফরিদগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাশেদ হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামে শুক্রবার (১৯মে) দুপুরে এ ঘটনা ঘটে। রাশেদ হোসেন ওই গ্রামের সরদার বাড়ির মৃত দেলোয়ার হোসেন’র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাশেদ হোসেন’র ব্যক্তিগত কাজে বাঁশের প্রয়োজন হলে শুক্রবার (১৯মে)দুপুরে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটার সময় সে বিদ্যুতায়িত হয়। এসময় প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদ হোসেনকে মৃত ঘোষণা করে।

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়