সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৪

ফরিদগঞ্জে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবক নিহত ১ হয়েছে। ফরিদগঞ্জ বাস্ট্যান্ড শনিবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করেছে থানা পুলিশ।

নিহত ইয়াছিন আরাফত উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় মোটরসাইকেল চালক ইয়াছিন আরাফাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইয়াছিন আরাফাতকে মৃত ঘোষণা করে। অপর দিকে পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে জব্দ দেখিয়ে থানা হেফাজতে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনার শিকার দু’টি যান বাহন উদ্ধারপূর্বক থানা হেফাজতে রয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়