শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭

পেরেকে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পেরেকে বিদ্যুতায়িত হয়ে  নির্মাণ শ্রমিকের মৃত্যু
কামরুজ্জামান টুটুল

লোহার পেরেকে বিদ্যুতায়িত হয়ে

মো. আবুল কাশেম মোল্লা (৩৪) নামের এক নির্মান শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার বিকালে (২২ ডিসেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম মোল্লা পাশের বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর মুনিয়া নামের ৫ বছর বয়সি শিশু সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।

নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস যাবৎ তারা দুই ভাই ওই বাড়ির আলী আকবরের দোতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন। এদিন (বৃহস্পতিবার) বিকালে কোরাবাড়ি (লোহার সাবল) দিয়ে নির্মাণাধীন ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এ সময় তিনিসহ সহকারী শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়