শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯

চাঁদপুরে বিশ্ব এইডস দিবস পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে  বিশ্ব এইডস দিবস পালিত

সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে এইডস এর বিস্তার রোধ করার প্রত্যয়ে ১ ডিসেম্বর চাঁদপুর জেলায় বিশ্ব এইডস দিবস ২০২২ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।র‍্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, আড়াইশ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কেএম মাহাবুবুর রহমানসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে প্রায় সাড়ে চার কোটি মানুষ এইডস এ আক্রান্ত হলেও আমাদের দেশে আক্রান্ত মাত্র ১৩ হাজার। তবে আক্রান্তদের মধ্যে ছয় হাজার চিকিৎসা গ্রহণ করেন। এইডস রোগের ক্ষেত্রে দেশে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে এখন এইডস পরীক্ষা করা হচ্ছে। দুরারোগ্য এই ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতনতা করতে হবে।

২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল চাঁদপুর ,ব্র্যাক, কেয়ার বাংলাদেশ ,সূর্যের হাসি ক্লিনিক ও বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার এর সহযোগিতায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় বিশ্ব এইডস দিবসের এই র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়