বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ২০:৪৪

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা

চাঁদপুর সদর উপজেলা  প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা
এম, রহমান

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে চাঁদপুর জেলা সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ উদ্বোধন করা হয়েছে। 

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের বহুমুখী কার্যক্রম এবং সেবা দানের প্রক্রিয়া কতটা জনমুখী হয়েছে সেটা মানুষের সামনে নতুন করে উপাস্থাপনের জন্যই এই মেলার আয়োজন। বিভিন্ন বিভাগের উদ্ভাবনী কার্যক্রম ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা এখানে ফোকাস করা হচ্ছে। প্রত্যেক উপজেলায়ও এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান,ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হেদায়েত উল্যাহ

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে ৪ ক্যাটাগরিতে

মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, আর্জন, পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়