বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৭:২৫

কচুয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

কচুয়ায় পানিতে পড়ে সাব্বির আহমেদ (২৬) নামের এক প্রতিবন্ধি যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির আহমেদ ওই গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।

সাব্বির হোসেনের পিতা ইব্রাহীম হোসেন জানান, সোমবার সকালে সাব্বির আহমেদ নাস্তা খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। পরে তাকে আমরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেই। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি আরো জানান, সাব্বির আহমেদ বাক প্রতিবন্ধি ও মৃগি (খিচুনি) রোগে আক্রান্ত ছিল।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহতাব মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রতিবন্ধি সাব্বিরকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়