বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে হাজী ওচমান গনি পাটোয়ারীর মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক
চেয়ারম্যান পদে হাজী ওচমান গনি পাটোয়ারীর মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য বিদায় নেওয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী। ১৪ সেপ্টেম্বর, বুধবার বেলা ১২টার সময় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, আলহাজ্ব ওমর পাটোয়ারী, মোহাম্মদ আলী জিন্নাহসহ আরো অনেকে।

জেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ। ১৩ সেপ্টেম্বর

বুধবার বেলায় একটা পর্যন্ত এ জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬ জন এবং সংরক্ষিত পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মোট ভোটার ১২৭৩। ভোট হবে ইভিএমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়