বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২

চাঁদপুর সদর আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নে

কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ

স্টাফ রিপোর্টার
কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নের কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির ভোজ্যতেলসহ খাদ্যপণ্য বিতরণ করা হয়। চাঁদপুর মেসার্স লক্ষ্মী ভান্ডারের ডিলারের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে। ডিলার পরিচালক টুটুন বণিক জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নির্ধারিত ইউনিয়ন ও পৌর ওয়ার্ড এলাকায় টিসিবির পণ্য সুন্দর এবং সুষ্ঠুভাবে বিতরণ করছি। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রমে কোথাও কোন সমস্যা হয় নাই।

তিনি বলেন,একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি করা হয়।

আশিকাটি ইউনিয়নে ১১০১ জনকে টিসিবির পণ্য দেয়া হয়। টিসিবির পণ্য বিক্রির সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব আবু বক্কর মানিক,ট্যাগ অফিসার সুমন কুমার দাসসহ ইউপি সদস্যবৃন্দ। একই দিন ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেও এই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১৮২২ জনের মাঝে টিসিবির পণ্য দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়