প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ১৩:১২
সর্বজন শ্রদ্ধেয় শহীদ উল্লাহ মাস্টারের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ প্রবীণ রাজনীতিবিদ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মাস্টারের ২য় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১ আগস্ট নিজ বাড়িতে তাঁর সকল শুভানুধ্যায়ীদের শোকসাগরে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ উল্লাহ মাস্টার ছিলেন একজন প্রথিতযশা রাজনীতিবিদ ও প্রগতিশীল ব্যক্তিত্ব। তিনি সবসময়ই সমাজের উন্নয়নের কথা চিন্তা করতেন। জীবদ্দশায় তিনি কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মরহুম শহীদুল্লাহ মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুরাইয়া শহীদুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজ আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।