সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুন ২০২২, ১৭:২৫

কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কচুয়া উপজেলার চাঁদপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে ১টি বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগায় ওই বাড়ির বিল্লাল পাটওয়ারীর ৪ কক্ষ বিশিষ্ট টিনসেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

কচুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহাতাব মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ বিল্লাল পাটওয়ারী জানান, সকালে মেইন সুইচ থেকে সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুরদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগায় ঘরে থাকা ১৫ মন চাইল, ১২মন ধান, নগদ ৩০হাজার টাকা, মূল্যবান আসবাবপত্র, কাপড় চোপড় ও প্রায় ৫ ভরি ওজনের স্বর্নালংকার বিনষ্ট হওয়ায় সহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়। আগুনে পুড়ে সহায় সম্বলহীন হয়ে পড়া বিল্লাল পাটওয়ারী ও তার পরিবারে সদস্যদের আহাজাড়িতে বাতাস ভারী হয়ে উঠে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি দেখার জন্য ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর। তিনি ক্ষতিগ্রস্থ বিল্লালের পাশে দাড়িয়ে নগদ ১০ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া আরো মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়