প্রকাশ : ১২ জুন ২০২২, ১৬:১১
মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি গঠন

শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দেবকরা এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোহাম্মদ আতাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা ইউপি সদস্য ইমাম হোসেন, যুবদল নেতা এড. বদরুদ্দোজা,বাহার উদ্দিন, মাসুদ কবির, আঃ কাইয়ুম রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী আজগর প্রমূখ। সম্মেলনে মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন মাসুদ কবির, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।