প্রকাশ : ১২ জুন ২০২২, ১০:৫৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির ১৪তম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১১ ই জুন শনিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভা করে স্বেচ্ছাসেবক লীগ। সভা শেষে শহরে মিছিল করে তারা। স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিসান মাহমুদ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায়, বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ -সভাপতি অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, আতাউর রহমান পাটওয়ারী, মাইন উদ্দিন আরিফ সুমন,ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, মাসুদুর রহমান পরান ,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সফিক গাজী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল, উপ ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, যুগ্ম আহবায়ক মনির হোসেন , হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।