প্রকাশ : ১১ জুন ২০২২, ২৩:১৬
চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় ও সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে চাঁদপুর পৌর এলাকাধীন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন শনিবার বিকালে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা হয়। এতে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম সামছুল আলম সামছুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসাইন এসডু পাটওয়ারী।
|আরো খবর
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক এড জিল্লুর রহমান জুয়েল,উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল,সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু,সম্মানিত সদস্য এডভোকেট সাইফুদ্দিন বাবু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম গাজী, সাইফুল ইসলাম ভূঁইয়া,শ্রম বিষয়ক সম্পাদক দুলাল বেপারি, ওয়ার্ড যুবলীগের সভাপতি খোরশেদ আলম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, যেকোন মূল্যে আগামী নির্বাচনে আমাদের এক ও অভিন্ন থেকে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। তাই মান-অভিমান ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রঘুনাথ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ নুর মোহাম্মদ।