মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুন ২০২২, ২০:৫৯

বাকিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কামরুজ্জামান টুটুল
বাকিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

ভোট শেষে প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন, প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪৩৯ ভোট পেয়ে প্রথম অভিভাবক সদস্য নির্বাচিত হলেন মো. হোসেন মোল্লা লিটন, ৩৫৮ ভোট পেয়ে দ্বিতীয় মো. বেলায়েত হোসেন দুলাল, ৩৪০ ভোট পেয়ে তৃতীয় আব্দুল করিম ও ২৯১ ভোট পেয়ে চতুর্থ জামাল উদ্দিন।

হাজীগঞ্জ থানা পুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানসহ সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত নির্বাচনে বিজিত প্রার্থী ফারুক হোসেন ২৫১ ভোট পেয়েছেন। জানা গেছে, বিদ্যালয়ে ৭৯৩ জন ভোটারের মধ্যে ৫৭৩ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে বৈধ ভোট ৫৪৯, বাতিল ১৮ ও মিসিং ভোট ৬।

এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রার্থী, ভোটার, বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়