মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৫:৫৪

ফরাক্কাবাদে অটোবাইকের চাপায় বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার
ফরাক্কাবাদে অটোবাইকের চাপায় বৃদ্ধা নিহত

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ফরাক্কাবাদ বাজার এলাকায় অটোবাইকের চাপায় দ্বীন ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় তাজুল ইসলাম গাজী জানান, ফরাক্কাবাদ বাজার থেকে বাড়ি যাবার সময় দ্রুতগতির একটি অটোবাইক ওই পথচারী বৃদ্ধাকে আঘাত করলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। আমরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত দ্বীন ইসলাম কৃষিকাজ করতেন। তিনি ২ ছেলে ১ মেয়ের জনক। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ময়না তদন্তের জন্য হাস্যকর থেকে লাশ থানায় নিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়