মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ মে ২০২২, ১৪:১৪

ফরিদগঞ্জ একসাথে নিহত সহোদরের পরিবারে পাশে মেয়র

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ  একসাথে নিহত সহোদরের পরিবারে পাশে মেয়র

ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা শোকাহত ও হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাওটয়ারী। তিনি মঙ্গলবার কাউন্সিলরদের সাথে নিয়ে পৌর এলাকার ওয়ালী উল্যা ডাক্তার বাড়ীতে যান। এসময় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, মাজহারুল ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন, মোহাম্মদ হোসেন, জাহেদ হোসেন, জাহিদ হোসেন , কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ মে বুধবার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ওয়ালী উল্যা ডাক্তার বাড়ীতে বড় ভাই বিদ্যুষ্পৃষ্টে নিহত তারেকুল ইসলাম রুবেল (২৬) লাশ দেখে সাহেল হোসেন (২৪) ও মৃত্যু বরণ করে। মারা যাওয়া দুই সহোদর ওই বাড়ীর মৃত বিল্লাল হোসেনের ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়