মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ মে ২০২২, ১২:৪০

হাজীগঞ্জ মায়ের সামনে বাস চাপায় প্রাণ গেলো ইভার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ মায়ের সামনে বাস চাপায় প্রাণ গেলো ইভার

মায়ের চোখের সামনে বাস চাপায় প্রাণ গেলো শিশু ইভার (৩)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা নামক স্থানে। শিশু ইভা স্থানীয় গোগরা গ্রামের তালতলা বাড়ির সিএনজি স্কুটার চালক মুরাদের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য ফারুক জানান, সকাল ১০টার দিকে মায়ের সাথে ঘুরতে বের হয় ইভা। বাড়ি থেকে সামান্য দুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উঠে সড়কের পাশে দাঁড়ায় অটোরিক্সার জন্য মা-মেয়ে। এর মধ্য চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস (ঢাকা মেট্টো-ব ১৫-৭২২৫ ) শিশুটিকে মায়ের সামনে চাপা দেয়। এতে করে শিশুটির মাথা থেতলে মুহুর্তে প্রাণ হারায় শিশুটি। এ দিকে শিশুটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দুরে স্থানীয় বাকিলা বাজারে বাসটি রেখে চালক সটকে পড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়