বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০:৫৬

ফরিদগঞ্জের পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৬-এর ফাইনাল খেলা সম্পন্ন

কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জের পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৬-এর ফাইনাল খেলা সম্পন্ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জের পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সিজন ৬-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সৌদি প্রবাসী একাদশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব।

খেলাশেষে টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক জুয়েল মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিডি গ্রুপের সিইও ও চেয়ারম্যান লায়ন মো. আল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া আমাদের যুবসমাজসহ নতুন প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ ফাইনাল খেলায় এসে বিপুলসংখ্যক দর্শক দেখে আমি অভিভূত। আমি এই এলাকার সন্তান হিসেবে এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে ক্রীড়ার এই আয়োজনকে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, আশা করছি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সমাজহিতৈষীরা এগিয়ে এলে গ্রামে গ্রামে এ ধরনের ক্রীড়া আয়োজন সম্ভব হবে। এভাবেই আমাদের সমাজ কাঠামোকে সুদৃঢ় করতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি আশা করবো, শুধু ক্রীড়া নয়, এলাকার সমাজব্যবস্থার উন্নয়নে যে কোনো কাজে তারা এগিয়ে আসবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, কাউছার হোসেন সাগর, নজরুল ইসলাম মিজি, শরীফ সর্দার, আবুল কাশেম রিয়াদ, সাইফুল ইসলাম রুবেল, ব্যারিস্টার ফজলে বিন মহসীন, নজরুল ইসলাম সর্দার, আবুল কাশেম শাওন, আরমান হোসেন ছোটন, জুয়েল আফরান, ফাহাদ পাটওয়ারী, সদস্য রাজা মিয়া সর্দার ও নিজাম উদ্দিন বাপ্পি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়