সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৬

শাহরাস্তি প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি।।
শাহরাস্তি প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

শাহরাস্তি প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি এবং সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় বলেছেন, শাহরাস্তি ক্রিকেট একাডেমী আয়োজিত এসপিএল সিজন থ্রির কারণে খেলাধুলায় মনোযোগী হচ্ছে যুবসমাজ। মাদকমুক্ত সমাজ গড়তে হলে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। যতো বেশি খেলাধুলা হবে, ততো বেশি সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমি আয়োজিত এসপিএল সিজন থ্রির স্বপ্নদ্রষ্টা সাদ্দাম হোসেন মিঠুকে ধন্যবাদ জানাচ্ছি এমন আয়োজনের জন্যে। সাদ্দাম হোসেন মিঠুকে আপনারা সবাই দেশ থেকে শুরু করে প্রবাসে যারা আছেন তারাও সহযোগিতা করা প্রয়োজন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধন্যবাদ জানান সৌদি আরব রিয়াদ সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানের সবাইকে টাইটেল স্পন্সর হিসেবে এসপিএল সিজন থ্রির পাশে থাকার জন্যে। বিশেষ ধন্যবাদ জানান সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি, সৌদি আরব চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসকে এবং টপ ব্রুস্টেডের পরিচালক রবিউল হাসান রবিসহ সবাইকে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমি আয়োজিত শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) খেলায় দুটি দল অংশগ্রহণ করে। খেলায় ঢাকা সুনামি চাঁদপুর কিংসকে হারিয়ে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেয়া হয় ক্রিকেটারদের হাতে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়কে শাহরাস্তি ক্রিকেট একাডেমি ও এসপিএল-এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, চাঁদপুর জেলার কৃতী সন্তান ক্রিকেট সংগঠক মারজুক মুঈদ, শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়