প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৭:২৯
শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্যে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের রেস্ট ও ওয়াশরুম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হয়ে আসলেও খেলোয়াড়দের জন্যে ছিলো না কোনো রেস্ট ও ওয়াশরুমের ব্যবস্থা। খেলোয়াড়দের রেস্ট ও ওয়াশরুম না থাকায় স্থানীয় খেলোয়াড়সহ দূরদূরান্ত থেকে আসা খেলোয়াড়রা ভোগান্তি পোহাচ্ছিলেন। তাই খেলোয়াড়দের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে এগিয়ে এসেছে শ্রীমঙ্গল পৌর প্রশাসন।
|আরো খবর
রোববার (১৯ অক্টোবর ২০২৫) শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে ভিক্টোরিয়া স্কুল মাঠ সংলগ্ন স্থানে দেশীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের জন্যে আধুনিক রেস্ট ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ। এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ওয়াশরুম নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।