প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৭
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
ক্রীড়ায় ইভেন্টভিত্তিক দল গঠন করে শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ দিতে হবে

চাঁদপুরে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকালে চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ প্রতিযোগিতার সূচনা হয়।
|আরো খবর

ছবি :জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, পিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন্নাহার।
জেলার আটটি উপজেলা থেকে নির্বাচিত বিজয়ী ৮টি করে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি দল উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে। খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে উঠে চাঁদপুর স্টেডিয়াম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্টভিত্তিক দল গঠন করতে হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের সুযোগ দিতে হবে। এতে করে মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।”

ছবি :পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রাকিব
পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু বইমুখী না করে সহপাঠক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে।”

ছবি :জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ জানান, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে বছরের শুরুতে ক্লাবভিত্তিক দল গঠনের জন্যে। যেমন— ফুটবল ক্লাব, কাবাডি ক্লাব, ভলিবল ক্লাব, ক্রিকেট ক্লাব, ব্যাডমিন্টন ক্লাব, দাবা ক্লাব, সুইমিং ক্লাব ইত্যাদি।
তিনি আরো জানান, সপ্তাহের নির্দিষ্ট একদিন এসব ক্লাবের কার্যক্রম শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। ক্লাবগুলো সঠিকভাবে গঠন এবং পরিচালনা হচ্ছে কি না তা তদারকির জন্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং জেলা শিক্ষা অফিসের পরিদর্শকদের দায়িত্ব দেয়া হয়েছে।

ছবি :খেলোয়াড়দের সাথে মাননীয় জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার।
চাঁদপুর জেলা শিক্ষা অফিস আয়োজিত এ প্রতিযোগিতা চলবে পরবর্তী কয়েকদিন ধরে। বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ী দলগুলো অংশ নেবে বিভাগীয় পর্যায়ের খেলায়।
ডিসিকে/এমজেডএইচ