রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

শ্রীমঙ্গলে একাডেমী কাপের ফাইনাল খেলা

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে একাডেমী কাপের ফাইনাল খেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রয়াত ফুটবলারদের স্মরণে আন্তঃউপজেলা একাডেমী কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্স, রাজনগর বনাম মুন্সিবাজার ফুটবল একাডেমি রাজনগর টিমের খেলায় মুন্সিবাজার ফুটবল একাডেমি ২-১ গোলে আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্সকে হারিয়ে বিজয়ী হয়।

ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুন্সিবাজার ফুটবল একাডেমির গোলরক্ষক সাব্বির।

খেলা শেষে প্রধান অতিথি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, মোসলেহ উদ্দীন রমজান, জাতীয় ফুটবলার মাসুক মিয়া জনি, মো. শের আলী হেলাল চৌধুরী, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সম্পাদক মাহমুদুর রহমান ও ব্যবসায়ী শাহীন শেখ প্রমুখ।

এ সময় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজক ফুটবল একাডেমির পরিচালক ও প্রশিক্ষক একরামুর রহমান রানা। এছাড়াও শের আলী হেলাল চৌধুরী, মাহমুদুর রহমান ও শাহীন শেখকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

খেলা পরিচালনা করেন মুছা আহমেদ সুয়েট, মো. এমাদুর রহমান ও মো. আবুল কাশেম।

সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক ফুটবল একাডেমির পরিচালক ও প্রশিক্ষক একরামুর রহমান রানা সবাইকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়