বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩

ভারতে বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন চাঁদপুরের নুরুল ইসলাম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ভারতে বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন চাঁদপুরের নুরুল ইসলাম
ছবি: বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ট্রফি হাতে চাঁদপুরের নুরুল ইসলাম। নিচে তাঁর এই ট্রফি গ্রহণের দৃশ্য।

ভারতের মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে গঙ্গার বুকে আয়োজিত বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের মোহাম্মদ নুরুল ইসলাম নুরু দ্বিতীয় হবার বিরল গৌরব অর্জন করেছেন।

চাঁদপুরের বিশ্বখ্যাত দুই কৃতী সাঁতারুর পর, যথাক্রমে ইংলিশ চ্যানেল বিজয়ী, তরপুরচণ্ডী গ্রামের মেঘনা পাড়ের সন্তান আব্দুল মালেক এবং অবিরাম সাঁতারে বিশ্ব রেকর্ডধারী, বাগাদী গ্রামের ডাকাতিয়া পাড়ের সন্তান, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অরুন কুমার নন্দী পর মোহাম্মদ নুরুল ইসলাম নুরু দূরপাল্লার সাঁতারে এই কৃতিত্ব অর্জন করলেন।

এজন্যে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর সুইমিং ক্লাবের সদস্য হিসেবে মোহাম্মদ নুরুল ইসলামকে চাঁদপুর ও অরুন নন্দী সুইমিং ক্লাবের যৌথ সাধারণ সভায় প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। বলা হয়, তাঁর এই কৃতিত্ব চাঁদপুরের সাঁতারের হারানো গৌরব পুনরুদ্ধারে বিরাট ভূমিকা রাখবে।

মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন কর্তৃক বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার ৭৯ তম আসরে বাংলাদেশের চাঁদপুর শহরের বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম নুরু এই কৃতিত্ব প্রদর্শন করেন। তাঁর সাথে প্রথম হয়েছেন ভারতের বর্ধমান জেলার প্রত্যয় ভট্টাচার্য ও তৃতীয় হয়েছেন বাংলাদেশের নয়ন আলী

নুরুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে জানান, রোববার (৩১ আগস্ট ২০২৫) ভোর ৫টায় তিনি সাঁতার শুরু করেন এবং ১১ ঘণ্টা ১৬ মিনিটে বিকেল ৪টা ১৬ মিনিটে ৮১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান লাভ করেন। মঙ্গলবার দুপুরের পর তিনি দেশে ফিরেন।

তাঁকে নিয়ে ভারতীয় পত্রিকায় "৮১ কিলোমিটার বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন বাংলাদেশের নুরুল ইসলাম" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তিনি সহ বাংলাদেশের নয়ন আলী তৃতীয় হওয়ায় ভারতীয় আরেকটি পত্রিকায় শিরোনাম হয় "বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় ভারতীয়দের দাপট, বাংলাদেশিরাও নজর কাড়ল"

মোহাম্মদ নুরুল ইসলাম চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুণরাজদী গ্রামের আব্দুল হামিদ শেখ ও খুরশিদা বেগমের সন্তান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত। তাঁরা ৪ ভাই ৪ বোন। তিনি ভাইদের মধ্যে সবার ছোট।

তিনি তাঁর এ বিরল সাফল্যে মহান আল্লাহর নিকট শোকরিয়া আদায় করেন এবং সাঁতারে উত্তরোত্তর সাফল্যের জন্যে প্রিয় চাঁদপুরবাসীসহ পুরো দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়