শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ২২:২২

টি-টুয়েন্টিতে সাকিবের ১শ' উইকেট

অনলাইন ডেস্ক
টি-টুয়েন্টিতে সাকিবের ১শ' উইকেট

অস্ট্রেলিয়ান ক্যাপ্টিনকে যখন ফিরিয়েছেন ততক্ষণে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ উইকেট হয়ে গেল সাকিবের। প্রতিক্ষা ছিলো আর একটি উইকেটের। রেকর্ডের স্মরণীয় ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার করে দেখালেন তাও। ৯৯ থেকে ১০০ উইকেটে যেতে বেশীক্ষণ সময় নিলেন না সাকিব আল হাসান। অফস্টাম্পের বাইরে পড়া বলটা বেরিয়ে যাচ্ছিল টার্ন করে। সেটিতেই ব্যাট চালিয়েছিলেন অ্যাশটন টার্নার। কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ছিলো এটি শততম উইকেট। দৌড়ে এসে সাকিবকে জড়িয়ে ধরতে ভুল করেননি টাইগার ক্যাপ্টিন মাহমুদুল্লাহ।

সাকিব জানান দিলেন তিনি কেন সেরা। গত ম্যাচে এক ওভারে ৫ উইকেট দিয়ে হতবাক করা সমর্থকদের মুখে হাসি ফোটালেন ঠিক তার পরের ম্যাচেই। রেকর্ড গড়তে সাকিবের প্রয়োজন টি-টুয়েন্টিতে আর মাত্র ৮টি উইকেট। বর্তমানে বিশ্বে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এ কীর্তি হল সাকিবের।

আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা পেসারের টি-টোয়েন্টি উইকেট ১০৭টি। ১০৮ উইকেট ছুঁলেই বাংলাদেশের প্রাণ সাকিব-আল হাসান পৌঁছবেন ক্রিকেট হিমালয়ের চুড়ায়। যেখানে দাঁড়িয়ে হয়তো চুমু খাবেন লাল-সবুজের জার্সিটিতে। জানান দিবেন সাকিব-ই সেরা। তার জন্মই হয়েছিলো একের পর এক রেকর্ড করতে, রেকর্ড গড়তে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়