প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৩৪
তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্যের প্রতিবাদ
ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য প্রদান করায় তার প্রতিবাদে এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির সাধারণ নেতা-কর্মীরা।
রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুর রহমান মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম হোসেন গাজী, মো. রুহুল অমিন দেওয়ান, যুবদল নেতা আরাফাত রহমান দিপু, কাদের মেম্বার, মো. মিল্টন মাস্টার, রফিক মাস্টার, ছাত্রদল নেতা কাদের, হুমায়ুন মিজি, আবদুল হামিদ গাজী, গিয়াসউদ্দিন প্রমুখ।
তারা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বিএনপির আগামী দিনের কাণ্ডারী তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য প্রদান করেছেন, বিএনপির একজন দায়িত্বশীল হিসেবে তিনি তা পারেন না। মূলত তিনি দলের মনোনয়ন না পেয়ে কোথায় কাকে কী বলবেন, তার ভাষা হারিয়ে ফেলেছেন। তাই এমএ হান্নানকে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া উচিত। আমরা অবিলম্বে তার বহিষ্কার দাবি করছি। একই সাথে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ধানের শীষের পতাকাতলে আসার অনুরোধ জানাই।








