প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৫
দল-মত নির্বিশেষে আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে
সহকারী সেক্রেটারি জেনারেল মাও. আব্দুল হালিম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, "দল-মত নির্বিশেষে আলেমদের ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সকল আলেমকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে এক বাক্সে ভোট দিতে হবে। আলেমদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের আর পিছপা হওয়া যাবে না।” ২২ নভেম্বর ২০২৫ কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
|আরো খবর
আলেমদের ওপর অন্যায় নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। তিনি বলেন, “গত ফ্যাসিবাদী সরকার আলেম সমাজকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করেছিলো।”
মাওলানা হালিম বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে আলেমদের পাঁচটি দাবি আংশিকভাবে মেনে নেওয়া হলেও মূল দাবিগুলো এখনো পূরণ হয়নি। গণতান্ত্রিক অধিকার আদায়ে আলেমদের আরও সুসংগঠিত হতে হবে এবং জনমত তৈরিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং পরিচালনা করেন আবু তাহের মাসুম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মাসুদ ইসলাম বুলবুল, আবু নছর আশরাফী, অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ, মোহাম্মদ আলী সিদ্দিকী, মীর মোহাম্মদ আজিজুজ্জামান, মাওলানা মনির হোসেন হেলালী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ মাদানীসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস এর উপজেলা দায়িত্বশীলগণ।
ডিসিকে / এমজেডএইচ








