প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
শাহরাস্তিতে যাত্রী ছাউনি নির্মাণ করে দিলেন বিএনপি নেতা আবু ইউসুফ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চেঙ্গাচল বাজারে যাত্রী ছাউনি নির্মাণ করে দিয়েছে শাহরাস্তি উপজেলা বিএনপি। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নবনির্মিত যাত্রী ছাউনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
|আরো খবর
শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি ব্যবসায়ী আবু ইউসুফ রুপমের সার্বিক সহযোগিতায় জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়াসহ উপজেলা ও টামটা উত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।