মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২০:২৮

রাষ্ট্র মেরামতের বার্তা নিয়ে ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রবীর চক্রবর্তী।।
রাষ্ট্র মেরামতের বার্তা নিয়ে ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ফরিদগঞ্জে মো. হুমায়ুন কবির বেপারীর পক্ষে তারেক রহমানের ৩১ দফার সমর্থনে চান্দ্রা বাজারে লিফলেট বিতরণ।

'রাষ্ট্র মেরামতে'র বার্তা নিয়ে মাঠে নেমেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. হুমায়ুন কবির বেপারী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত '৩১ দফা'র পক্ষে ​মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে সাংস্কৃতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রাবাজার ও আশপাশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে এই প্রচার কার্যক্রমের সূচনা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর বিপুল সংখ্যক নেতা-কর্মী চান্দ্রা বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

​মো. হুমায়ুন কবির বেপারী গণসংযোগের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, আজকে এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এটি সুশাসন, আইনের শাসন এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠার সনদ। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকারের পক্ষে ছিল। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ এই দাবির গুরুত্ব উপলব্ধি করে রাজপথে নামবে। জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, বালিথুবা পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সভাপতি জুয়েল পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক শাহ-আলম কুদ্দুস মাস্টার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওবায়দুল্লাহ খান, বিএনপি নেতা মূসা গাজী, ইমাম হোসেন গাজী, ইব্রাহীম মিজি, মাসুদ গাজী, কামাল বেপারী, শরীফ হোসেন বেপারীসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়