প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছাত্র প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নদী দখলের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ছাত্র প্রতিনিধি
|আরো খবর
এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র সমাজের আয়োজনে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদীয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সিরাজদিখান-মালখানগর সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় ছাত্র প্রতিনিধি, ছাত্র সমাজ ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ছাত্র প্রতিনিধি নদী দখলের প্রতিবাদ করায় তার ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও গণবিরোধী কাজ।
হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন— মুন্সিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, যুগ্ম সদস্য সচিব জুয়েল শেখ, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. রাসেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন— ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরভ মাঝি, মিরপুর মডেল থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. সিয়াম, এছাড়াও নাজমুল, শিহাব, মারুফ তালুকদার, জিহাদ, হোসেন ও অমিতসহ আরও অনেকে।
ডিসিকে/এমজেডএইচ