শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২

হাইমচর উপজেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভা

জামায়াত আওয়ামী লীগকে শেল্টার দিয়ে তাদের ভোট ব্যাংক বাড়াচ্ছে ---------------- শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম।
জামায়াত আওয়ামী লীগকে শেল্টার দিয়ে তাদের ভোট ব্যাংক  বাড়াচ্ছে  ---------------- শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে হাইমচর উপজেলার আলগী বাজার আদর্শ শিশু নিকেতন বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগঠন শক্তিশালী হলেই নির্বাচনে ভালো কিছু করার সম্ভাবনা থাকে। ভোটারদের কাছে গিয়ে আমাদের ভোট চাইতে হবে। সবাই দলের জন্যে অনেক সময় দিয়েছেন, আরেকটু সময় দিতে হবে আপনাদেরকে। চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং এগুলোর সাথে কোনো আপোষ নেই। স্থানীয়ভাবে সবসময় এলাকায় যারা থাকে তাদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। তাহলে দল শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, জামায়াত আওয়ামী লীগকে শেল্টার দিয়ে তাদের ভোট ব্যাংক বাড়াচ্ছে। তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে। হাইমচর থেকে জামায়াতের একজনও বিগত সময় জেল খাটে নি। তাদেরকে তখন শেল্টার দিয়েছিলো আওয়ামী লীগ। আর এখন আওয়ামী লীগকে শেল্টার দিয়ে যাচ্ছে জামায়াত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্যে আমরা গত ১৭ বছর যাবত আন্দোলন করেছি। একটি আশা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তারা একটি ভোট দিতে পারবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে দোয়া চাইতে হবে। আগামীদিনের দেশনায়ক তারেক রহমানের বার্তা সকলের মাঝে পৌঁছে দিতে হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, আমাদের হাইমচরে অনেক হিন্দু পরিবার আছে। তারা যেনো শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গাৎসব পালন করতে পারে সেজন্যে তাদেরকে সহযোগিতা করতে হবে। বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ এই মাসের মধ্যে শেষ করতে হবে। তিনি অতি শীঘ্রই হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ- সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনুর বেগম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আলম জিতু, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল্লাহ বকাউল, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সিকদার, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মাঝি, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম চৌকিদার, উপজেলা কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, উপজেলা যুবদলের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা মহিলা দলের নেত্রী শাহানারা নারগিস, মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম, হাইমচর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন, উপজেলা তাঁতী দলের সভাপতি সদস্য সচিব সবুজ মিয়া পেদা, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়