শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

ফরিদগঞ্জের পূজা মণ্ডপ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক

ফরিদগঞ্জ ব্যুরো।
ফরিদগঞ্জের পূজা মণ্ডপ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক

আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে ফরিদগঞ্জের বেশ ক'টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মহাখালীস্থ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া ও উপজেলা সদরস্থ দাসপাড়া যুব সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি, মণ্ডপ ও প্যান্ডেল নির্মাণ এবং প্রতিমা তৈরির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্যে সার্বক্ষণিক সিসি ক্যামেরার পাশাপাশি নিরাপত্তা কর্মী রাখার জন্যে মণ্ডপ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী অজয় ভৌমিক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়