রবিবার, ১৩ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৪:৫০

অস্থিরতা ও সহিংসতা প্রতিরোধে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই — তোফায়েল আহমেদ

সংবাদ বিজ্ঞপ্তি
অস্থিরতা ও সহিংসতা প্রতিরোধে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই   — তোফায়েল আহমেদ

চাঁদপুর ও ঢাকায় সাম্প্রতিক দুটি নৃশংস হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় খেলাফত মজলিস, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাদপুর-৩ সংসদীয় আসনের প্রাৰ্থী মাওলানা তোফায়েল আহমেদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি শনিবার (১২ জুলাই ২০২৫) যুব মজলিস, চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল সভায় এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, “মসজিদের মত পবিত্র স্থানে একজন আলেমের ওপর চাপাতি দিয়ে হামলা এবং রাজধানীর মিটফোর্ড হাসপাতালে একজন ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ। এ সব ঘটনা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। সমাজে সহিংসতা, হিংসা, বিদ্বেষ এবং আইনহীনতার সংস্কৃতি আজ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে মূল কারণ আল্লাহভীতি ও নৈতিকতার অভাব।”

তিনি আরও বলেন, “চাঁদপুরের প্রখ্যাত আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মোবাল্লিগ আলহাজ্ব আ.ন.ম. নুরুর রহমান মাদানীর ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়—এটি ইসলামের শিক্ষকদের মর্যাদা, মসজিদের পবিত্রতা এবং শান্তিকামী মুসলিম সমাজের ওপর হামলার নামান্তর। অন্যদিকে ঢাকায় একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাও আমাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়ো প্রশ্ন তুলেছে।"

ইসলামী যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব মজলিসের জয়েন্ট সেক্রেটারি সাব্বির আহমদ, মুহা. আলমগীর প্রমুখ।

তোফায়েল আহমদ যুব মজলিসের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, “আপনারাই আগামী প্রজন্মের নেতৃত্ব। আপনাদেরকে আল্লাহভীতির সঙ্গে সমাজে শান্তি, সংযম ও সহনশীলতা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আমরা চাই, একটি কল্যাণময় বাংলাদেশ, যেখানে আলেমদের সম্মান থাকবে, মসজিদের পবিত্রতা রক্ষা পাবে, এবং প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়