প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৬:২৭
মতলব দক্ষিণে এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মতলব দক্ষিণ উপজেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন ২০২৫) এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
|আরো খবর
কমিটিতে ডি. এম. আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি করা হয়েছে। কমিটিতে অন্যরা হলেন : যুগ্ম সমন্বয়কারী মো. ফরহাদ আহমেদ আলী, বদিউল আলম বাবু, বাবুল ফরাজী, হেলাল উদ্দিন, মো. নোমানুল ইসলাম খান, সদস্য তামিদ হাসান, মো. আবুল কালাম আজাদ, নাঈম প্রধান, জাহিদুল ইসলাম শান্ত, মো. রাজিব হোসেন (জহির), মাহফুজুর রহমান রাজন, আজিজুর রহমান স্বপন, সুনীল চন্দ্র দাস, মো. আবুল কালাম আবু, রহমত বাবু, জোহরা জান্নাত, তাহমিনা নার্গিস, মো. মোরশেদ, মো. গিয়াস উদ্দিন ও মো. ইসহাক গাজী।
আগামী ৩ মাসের বা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ কমিটি অনুমোদন করা হয়েছে।