বুধবার, ০২ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২৩:০১

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টার দায়ে ৩ জনকে আটক।। জেলহাজতে প্রেরণ

এম এ গাফফার
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টার দায়ে ৩ জনকে আটক।। জেলহাজতে প্রেরণ

চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টার দায়ে ছাত্রলীগ সন্দেহে ৩ জনকে আটকের পর যাচাই-বাছাই শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন ২০২৫) ভোরে শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ সন্দেহে চাঁদপুর ডিবি পুলিশ তাদেরকে আটক করেন। পরবর্তীতে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সেখানে যাচাই-বাছাই শেষে তারা অভিযুক্ত প্রমাণিত হলে তাদের তিন জনকে মঙ্গলবার (১ জুলাই ২০২৫) আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের নাম : ১. আরিফুল ইসলাম রিমন (১৯), পিতা-মো. খাইরুল আলম, মাতা-হাজেরা বেগম, গ্রাম-বড়খারচর, থানা-কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা-২১২ ব্যাংক কলোনী, অ্যাড. আবু তাহেরের বাড়ির ভাড়াটিয়া, সদর, চাঁদপুর; ২. তাহসিন হোসেন ভূঁইয়া নিরব (২০), পিতা- তাজুল ইসলাম, মাতা- ফাতেমা আক্তার দিপা, কালীবাড়ি নিউ মার্কেটের ৪র্থ তলা, সদর, চাঁদপুর; ৩. ইফাত হোসেন (১৯), পিতা-দেলোয়ার হোসেন, মাতা-শিরিনা বেগম, তেতুলতলা, বন্দুকশী বাড়ি, বর্তমানে বিষ্ণুদী কাইয়ূম চেয়ারম্যানের বাড়ির পাশে, দেলুর বাড়ি, সদর চাঁদপুর।

চাঁদপুর সদর মডেল থানার এফআইআর (নং ১০৬, ৩০ জুন ২০২৫ খ্রি. রাত ৯টা ৩৫ মিনিটে ধারা-৮/৯/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯) থেকে এ আসামীদের নাম জানা গেছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, তারা অভিযুক্ত প্রমাণিত হয়েছে। তাই তাদেরকে মঙ্গলবার (১ জুলাই ২০২৫) কোর্টে পাঠোনো হলে সেখান থেকে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়