যুবলীগ নেতা রুবেল খান আটক
চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত নাশকতা, বিস্ফোরক ও রাজনৈতিক তিন মামলার এজাহারভুক্ত আসামী যুবলীগ নেতা মো. রুবেল খানকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত বুধবার (১ জানুয়ারি-২০২৫) রাতে চাঁদপুর সদর মডেল থানার
অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে থানার এসআই (নিরস্ত্র) মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ১ জানুয়ারি বুধবার সদর উপজেলার উত্তর আশিকাটি ও চাঁনখার দোকান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মডেল থানার এফআইআর নং-১১, তারিখ-১৫ আগস্ট ২০২৪, চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১৯, তারিখ-২০ আগস্ট ২০২৪, মডেল থানার এফআইআর নং-২০, তারিখ-১৮ অক্টোবর, ২০২৪ খ্রি.সহ মোট ৩টি মামলার এজাহার নামীয় আসামী মো. রুবেল খান (৩৬), (পিতা-মোঃ তোফাজ্জল খান, সাং-উত্তর আশিকাটি, চাঁনখার দোকান, ১নং ওয়ার্ড, আশিকাটি ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর)কে আটক করা হয়। আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ওসি মো. বাহার মিয়া বলেন, মডেল থানা পুলিশ সকল অপরাধের সাথে জড়িত অপরাধীদের আটক ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এছাড়া রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামী আটকেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে