বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

কচুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে বরকত উল্লাহ বুলু

কারচুপির নির্বাচন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না

কারচুপির নির্বাচন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না
ফরহাদ চৌধুরী/মেহেদী হাসান ॥

কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু বলেছেন, কারচুপির কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তিনি আরো বলেন, এ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, আওয়ামী লীগের নেতারা লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত বিধায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই মানুষ পরিবর্তন চায়। আমরা সকলে রাজপথে নেমে আসলে শেখ হাসিনার সরকার গদিতে থাকতে পারবে না। তিনি ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, নির্যাতন ইত্যাদির প্রতিবাদে কচুয়া উপজেলার ঘাগড়া চৌরাস্তা মোড়ে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মকবুল হোসেনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংক ও বীমা বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুন অর রশীদ, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজালাল প্রধান, মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ সেলিম, যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ মাসুদ প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সিরাজ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিব উল্লাহ হাবিব, ছাত্রদলের আহ্বায়ক কমরুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়