শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

ছোট যানবাহন চালকদের এই মৃত্যুঝুঁকি মেনে নিতে কষ্ট-

অনলাইন ডেস্ক
ছোট যানবাহন চালকদের এই মৃত্যুঝুঁকি মেনে নিতে কষ্ট-

একসময় পাঁচ হাজার টাকায় সুন্দর রিকশা কেনা বা বানানো যেতো। আজকাল সেই রিকশা বিশ হাজার টাকায়ও বানানো বা কেনা কঠিন। এখন তো মেশিনের রিকশাতেই চলে যায় লাখ টাকা। দেশে অটোবাইক চালু শুরু হলে লাখ টাকার মধ্যে পাওয়া যেতো ভালোটাই। আর এখন লাগে কয়েক লাখ টাকা। একসময়ের লাখ টাকার সিএনজি অটোরিকশা এখন চার-পাঁচ লাখ বা তদূর্ধ্ব গিয়ে ঠেকে। দাম বেড়ে যাওয়ায় এসব ছোট যানবাহনের প্রতি লোভ বেড়েছে চোর-ডাকাত-ছিনতাইকারী চক্রের। চোরচক্র রাতে, এমনকি দিনেও এসব ছোট যানবাহন চুরি করে চলছে। আর ডাকাত/ ছিনতাইকারীরা নির্জন স্থানে সন্ধ্যা/রাতে, এমনকি কায়দামত দিনে পেলেও চালকের ওপর সশস্ত্র হামলা চালিয়ে কিংবা জানে মেরে ফেলে ছোট যানবাহনগুলো করায়ত্ত করে চলছে। সম্প্রতি এক রাতে চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় এক চালককে হত্যা করে মেশিনের রিকশা নিয়ে গেছে তার যাত্রী। পুলিশ ক্লুলেস এই হত্যার রহস্য উদ্ঘাটন করায় মেশিনের রিকশার মালিক-চালকরা প্রায় সবাই কম-বেশি সতর্ক হয়েছে এবং কেউ কেউ আবার হয়নি। তারপর হাজীগঞ্জে এক কম বয়সী চালককে পরিচিত লোকজন খুন করে তার লাশ মাটিচাপা দিয়ে অটোবাইকটি নিয়ে গেছে। এই চালকের লাশ উদ্ধার হয়েছে এবং খুনিরাও আটক হয়েছে।

এই দুটি ঘটনা মনের আয়না থেকে উবে যেতে না যেতেই জানা গেলো, কচুয়ায় নিখোঁজের একদিন পর অটোবাইক চালকের লাশ উদ্ধার। এই ঘটনায় চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে একটি সংবাদ, যাতে ব্যুরো ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন লিখেছেন, কচুয়ায় নিখোঁজের একদিন পর সাব্বির হোসেন (১৮) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালাখাল-আলিয়ারা সড়কের উত্তর সেঙ্গুয়া খালের পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে থানা পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। সাব্বির হোসেন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে নানা জিলানীর বাড়িতে মা জাহানারা বেগমকে নিয়ে বসবাস করতেন। জাহানারা বেগম জানান, সাব্বির বুধবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজার পর তাকে না পেয়ে রাতেই থানায় অবহিত করা হয়। বৃহস্পতিবার সকালে সাব্বিরের মা জাহানারা বেগম কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ নিশ্চয়ই কচুয়ার অটোবাইক চালক সাব্বির হত্যার রহস্যও উদঘাটনে সক্ষম হবে। তাকে খুনিরা তার অটোবাইকটি লুট করতেই খুন করেছে কিংবা অন্য কারণে খুন করেছে বলে তথ্য উদঘাটিত হবে। সড়ক দুর্ঘটনায় প্রায়শই ছোট-বড় যানবাহনের চালকরা মারা যান, যাতে খুব কষ্ট পাই না অনেকেই। কিন্তু সড়ক দুর্ঘটনা ব্যতীত ছোট যানবাহনগুলোকে নিতান্তই চুরি/ছিনতাই/ডাকাতির জন্যে তার চালকদের খুন করার যে ঘটনা ঘটে তাতে কষ্ট পায় সকলে। কারণ, পেশার জন্যে এই মৃত্যুঝুঁকি সকল বিবেচনায় বেদনাদায়ক ও হৃদয়বিদারক। খুন হওয়া চালকদের পরিবারের কথা জানতে গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই যেমন করেই হোক ছোট যানবাহন চালকদের এমন মৃত্যুঝুঁকি কমাতেই হবে কিংবা কমানোর উপায় কারো না কারো খুঁজে বের করতেই হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়