প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৪৯
রিয়াদে প্রবাস বাউল ফোক ব্যান্ডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বাউল মেলা

শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের দেশ প্রিয় বাংলাদেশ, দেশকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করছে বিভিন্ন প্রান্তে বসে। তারই ধারাবাহিকতায় সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে কাজ করছে প্রবাস বাউল ফোক ব্যান্ড। দীর্ঘ বছর পর প্রবাসের মাটিতে জমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতি ছিলো লক্ষণীয়। পরিবার-পরিজন নিয়ে বাউল আসরে বসে সকলকে গান শুনতে দেখা যায়। কর্মব্যস্ততার ফাঁকে এমন আয়োজনে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশীরা। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের উপস্থাপনায় শুরুতে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান প্রবাস বাউল ফোক ব্যান্ডের ম্যানেজার অহিদুল মোল্লা। বাউল মেলায় আগত প্রবাসী দর্শকদের আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে রাখেন গানের মাধ্যমে শিল্পী আনিসা, ইসরাত, আকিলা, নোহা, শাহজাদা, ঈমন। যন্ত্রসঙ্গীতে কিবোর্ডে শিল্পী জামসেদ রানা, বাঁশিতে নয়ন,প্যাডে পাভেল, ঢোলে ছিলো হৃদয়। অনুষ্ঠান সহযোগিতায় ছিলো : ফ্রেন্ডি, সানসিটি পলিক্লিনিক, মাহবুব পারফিউম, সাইন ভিশন, প্রাণ কোম্পানি ।








