বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪

কুমিল্লায় ইসকনের আয়োজনে গো-পূজা ও অন্নকূট মহোৎসব

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লায় ইসকনের আয়োজনে গো-পূজা ও অন্নকূট মহোৎসব

বুধবার (২২ অক্টোবর ২০২৫) কুমিল্লা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর আয়োজনে জগ্ননাথপুর জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা, শ্রী শ্রী গিরি গোবর্দ্ধন পূজা, গো-পূজা ও অন্নকূট মহোৎসব।

জানা যায়, এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রাজবেশে শৃঙ্গার-দর্শন আরতি ও গুরু পূজা হয়। এরপর শ্রীমদ্ভাগবত পাঠ, গো-পূজা, বিশ্ব শান্তি কল্পে অগ্নিহোত্র মহাযজ্ঞ, শ্রী শ্রী গিরি গোবর্দ্ধন পূজা ও ভোগ অর্পণ শেষে ভাগবতীয় আলোচনা।

এতে আলোচনা করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), জগন্নাথপুর জগ্ননাথদেবের মন্দিরের প্রধান উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী। সবশেষে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা জগন্নাথদেবের মন্দিরের সভাপতি শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক শ্রীমান রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী, কুমিল্লার সাবেক জেলা জিপি অ্যাডভোকেট তপন বিহারী নাগসহ হাজারো ভক্ত-শ্রোতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়