বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪১

মাদরাসা ছাত্র অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি, ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মাদরাসা ছাত্র অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি, ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে বোরহান উদ্দিন (১১) নামে এক ছাত্রকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে বোরহানের পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে অপহরণের ৫ দিন পার হলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে শিশুর পরিবার আতঙ্কে রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা থেকে বোরহান অপহরণ হয়। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) রাত এগারোটা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহৃত বোরহান সদর উপজেলার দক্ষিণ মজুপুর এমদাদুল হক উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো. সোলায়মানের ছেলে। তারা নোয়াখালীর বাসিন্দা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বোরহানকে মাদ্রাসায় রেখে তার বাবা সোলায়মান নোয়াখালীতে বাড়িতে যান। শুক্রবার সন্ধ্যায় বোরহান তার সহপাঠীদের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন মসজিদে। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে দুটি মোবাইল ফোন নাম্বার থেকে তার বাবাকে কল দিয়ে মুক্তিপণ চাওয়া হয়।

বোরহানের বাবা সোলায়মান জানিয়েছেন, "আমি বাড়িতে ছিলাম। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমার মোবাইল ফোনে একটি নাম্বার থেকে কল দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। মুক্তিপণ না পেলে বোরহানকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানি, সে নেই। ঘটনাটি লিখিতভাবে থানায় জানানো হয়েছে; কিন্তু এখনো আমার ছেলের কোনো খোঁজ পাইনি।"

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, "শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি শুনেছি। শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চলমান। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।"

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়