প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:৫৫
রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় র্যাব-৯ এর অভিযানে ধরা পড়ে পলাতক নাহিদ মিয়া
মৌলভীবাজারে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে
|আরো খবর
শনিবার (১১ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায়
অভিযান চালিয়ে আসামি নাহিদ মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নাহিদ মিয়া রাজনগর উপজেলার কাটাজুড়ি গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, ভিকটিম মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা।
অভিযুক্ত নাহিদ মিয়া প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেন।
পরবর্তীতে বিবাহের আশ্বাসে ভিকটিমকে নগ্ন ছবি ও ভিডিও ধারণে বাধ্য করেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ওই ছবি প্রকাশ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং দণ্ডবিধির ৩১৩ ধারায় মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে
এজাহার নামীয় ১ নম্বর পলাতক আসামি নাহিদ মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্যে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ