প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ
১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
৭৮। তাহার সম্প্রদায় তাহার নিকট উদ্ভ্রান্ত হইয়া ছুটিয়া আসিল এবং পূর্ব হইতে তাহারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলিল, ‘সে বলিল, ‘হে আমার সম্প্রদায়। ইাহারা আমার কন্যা, তোমাদের জন্যই ইহারা পবিত্র। সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেও করিও না। তোমাদের মধ্যে কি কোন ভাল মানুষ নাই?’