বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২১:১৭

আলোর মশাল সমাজকল্যাণ সংস্থার নিবন্ধন লাভ

আলমগীর তালুকদার
আলোর মশাল সমাজকল্যাণ সংস্থার নিবন্ধন লাভ

কচুয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মশাল সমাজকল্যাণ সংস্থা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করেছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত নিবন্ধনপত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক সায়েমের নিকট হস্তান্তর করা হয়। যার নিবন্ধন নং চাঁদ/৭৭০/২০২৫। এ সময় চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বাশীরসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রায় ৬ বছর যাবত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মশাল সমাজকল্যাণ সংস্থা অসহায়, নিপীড়িত, সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষের জন্যে কাজ করে আসছে। করোনার সময়ে সংগঠনটি অক্সিজেন সরবরাহ ও ওষুধ প্রদান করেছে। তাছাড়া সংগঠনটি সুবিধাবঞ্চিত অসহায় মানুষকে হুইল চেয়ার, স্ক্রাচ, সেলাই মেশিন, স্বেচ্ছায় রক্তদান, বন্যাকবলিত মানুষকে সহায়তা প্রদান, সুপেয় খাবার পানি সরবরাহের জন্যে টিউবওয়েল প্রদানসহ অনেক সামাজিক কাজ করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওমর ফারুক সায়েম মৃধা বলেন, সমাজের পিছিয়ে পড়া অবহেলিত অসহায় মানুষের কল্যাণে কাজ করাই আমার তথা সংগঠনের কাজ। এদিকে আলোর মশাল সমাজকল্যাণ সংস্থার নিবন্ধন লাভ করায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সায়েম মৃধাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সায়েম মৃধা সমাজসেবা অধিদপ্তরের সরকারি নিবন্ধন লাভ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়