প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ২১:০১
সোমবার দেলোয়ার হোসেন মিয়াজীর চতুর্থ মৃত্যুবার্ষিকী

শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর সোমবার (২১ জুলাই ২০২৫) চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ২১ জুলাই ঈদুল আজহার দিন সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|আরো খবর
মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী শাহরাস্তি উপজেলা বিএনপির ১৮ বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুব কমপ্লেক্সের উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, যা বর্তমানে যুবদল হিসেবে পরিচিত। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। অনিয়ম ও দুর্নীতির সাথে তিনি আপস করতে পারবেন না বলে তিনি ২০১৮ সালের ২১ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। সোমবার তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে দৈনিক চাঁদপুর কণ্ঠে ক্রোড়পত্র প্রকাশ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।