রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২১:৩২

ফরিদগঞ্জে জুলাইযোদ্ধাদের সমাধিতে বৃক্ষরোপণ

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে জুলাইযোদ্ধাদের সমাধিতে বৃক্ষরোপণ

প্রায় এক বছর হতে চললো বিগত জুলাই অভ্যুত্থানে নিহত তিন বীর জুলাইযোদ্ধা আমাদের থেকে চলে গেছেন। তবে অযত্ন-অবহেলায় এসব শহীদের কবরগুলো রয়েছে। কোনোটি বাগানের মধ্যে বিভিন্ন লতাপাতায় আচ্ছাদিত, কোনোটির দেয়া বেড়া ভেঙ্গে গেছে। এগুলো যে জুলাইযোদ্ধাদের কবর তার পরিবারের লোকজন না দেখিয়ে দিলে কেউ চিনবে না।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজনের অংশ হিসেবে শহীদদের কবরের পাশে বৃক্ষরোপণ উপলক্ষে গিয়ে এই কবরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। শনিবার (১৯ জুলাই ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত তিন জুলাইযোদ্ধার সমাধিতে এই বৃক্ষরোপণ ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে ফরিদগঞ্জে তিন শহীদ যোদ্ধা যথাক্রমে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের শহীদ আব্দুল কাদির মানিক, বালিথুবা পূর্ব ইউনিয়নের বলিথুবা গ্রামের শহীদ সাহাদাত হোসেন ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের শহীদ আমির হোসেনের কবরে সোনালু প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে এ সময় সহকারী কমিশার (ভূমি) এআরএম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ইউপি চেয়ারম্যান মহসিন হোসেন. সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ এবং সংশিষ্ট শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে কবর জিয়ারত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়